![InShot_20220426_161132671](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220426_161132671-scaled.jpg)
শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষথেকে ৩ য় পর্যায়ে ১’শ ৫০ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। (ছিলাপাঞ্জায় ১৪, বুরুজ পাড়া ৩, সুটকী নদীর পাড় বড়বান্দে ১৩৩ টি)
(২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্তহয়ে পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত আরা জামান ঊমির সঞ্চালনায় উপজেলা মসজিদের হাফেজ উবায়দুর রহমানের পবিত্র কোরআন তেলায়তের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বিশেষ অতিথি হিসাবে হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইউ/পি চেয়ারম্যান আরফান উদ্দিন, শামসুছ হক
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য অফিসার শামিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শুকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, সাবরেজিষ্ট্রার মস্তুফা মোহাম্মদ ইসমত পাশা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ফুড অফিসার খবির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফার ইকবাল চৌধুরী, ইউ/পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জান খান, রেখাছ মিয়া, আহাদ মিয়া, তজমুল হক চৌধুরী, এশাদ আলী ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী রাশেদ আহমেদ খান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক আক্তার হোসেন আলহাদী, শেখ জওহর হোসেন ফাহদী, শাহ সুমন, হৃদয় খান সহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।