ভূমধ্যসাগর থেকে অভিবাসন প্রত্যাশী ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে ৪৩৯ জনকে।
তাদের মধ্যে থাকা বাংলাদেশিদের সংখ্যা নিশ্চিত করেছেন লিবিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। আরে এতেই ওই ৪৩৯ জনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। বাংলাদেশি ছাড়াও এই অভিবাসীদের মধ্যে ছিল আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক।
এই অভিযান নিয়ে লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, দুটি উদ্ধারকারী জাহাজ এই অভিযানে অংশ নেয়।
রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর তাদেরকে লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়।