সৌদি আরবে করোনা আক্রান্ত স্বামীর পাঠানো টাকা পেলেন না স্ত্রী। এ ঘটনায় পটুয়াখালীর বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোনো সমাধান মিলছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল পৌর শহরের ২নং ওয়ার্ডের মোশারেফ হোসেন প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বাউফলের বাসায় তার স্ত্রী ফারহানা আক্তার ৩ সন্তান নিয়ে বসবাস করেন। প্রতিমাসে সৌদি আরব থেকে তিনি টাকা পাঠানোর পর সংসারের খরচ মেটান। করোনার কারণে সৌদি আরবে বেশ কিছুদিন থেকে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনেকটা বেকার জীবনযাপন করছেন তিনি। এরই মধ্যে করোনায় আক্রান্ত হন মোশারেফ।
এ অবস্থায় গত ১৫ জুন সৌদি আরব থেকে বিকাশের মাধ্যমে স্ত্রীর কাছে ৩০ হাজার টাকা পাঠান তিনি। ভুলে ওই টাকা অন্য বিকাশ নাম্বারে চলে যায়। মোশারেফের স্ত্রী ফারহানা ওই নাম্বারে ফোন করে অনেক আকুতি-মিনতি করলেও অপরপ্রান্ত থেকে টাকা দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করা হয়। একপর্যায়ে ফোনটির সুইচ বন্ধ করে দেয়া হয়।
উপায় না পেয়ে ফারহানা বাউফল থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের পরামর্শে তিনি ২০ জুন একটি সাধারণ ডায়রি করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ ওই নাম্বার ব্যবহারকারীকে খুঁজে বের করতে পারেনি।
ফারহানা বলেন, আমার করোনা আক্রান্ত স্বামীর পাঠানো টাকা না পেয়ে সন্তানদের নিয়ে অনেক কষ্ট করছি। এ বিষয়ে জানার জন্য মঙ্গলবার বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, মিটিংয়ে আছি পরে যোগাযোগ করুন।