কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক পতিতা ও এক খদ্দরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম।এবং অপর এক খদ্দেরের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জানা গেছ, মঙ্গলবার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামে (হ্যালিপেড সংলগ্ন) মকবুল ওরফে মন্ডল মিয়ার বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তার স্ত্রী হাসিনা বেগম (৪০), খদ্দের আঃ রাজ্জাক (৪০) পিতা আলিমুদ্দিন বানুর কুঠি বঙ্গসোনাহাট ও রাতুল রায়হান ( ৩০) পিতা মোতালেফ হোসেন নূরপুর রংপুর সদর ও রুবেল বাবু পিতা মৃত হাফিজুর রহমান বেলদহ পাইকেরছড়া কে স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পতিতা হাসিনা বেগম ও খদ্দের আঃ রাজ্জাককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড, অপর এক খদ্দরকে ৫ হাজার টাকা জরিমানা এবং রুবেল নামে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম জানান,দুইজনকে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।