বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ আবেগময় ভিডিও বার্তায় সাড়া দিয়ে ইরাকি শিশুর ব্যয়বহুল চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
গত বৃহস্পতিবার শিশুটির প্রয়োজনীয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জিন থেরাপি দেওয়া হয়েছে। ইরাকি এই শিশু এমন রোগে আক্রান্ত হয়েছে যার চিকিৎসা খুবই ব্যয়বহুল ও বিরল। বাবা-মা মেয়েটির চিকিৎসার এই অর্থ সংগ্রহ করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের উদ্দেশে একটি আবেগময় ভিডিও তৈরি করেন।
দুবাই শাসকের দৃষ্টিগোচর হলে গত ৯ ফেব্রুয়ারি তাদের দুবাই নিয়ে আসা হয়। তিনি তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করার কথা জানান।
এদিকে সম্প্রতি আল জিলা চিলড্রেনস স্পেশালিটি হাসপাতাল তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছে, “সুন্দর শিশু লাভেন আজ মেরুদণ্ডের পেশী অ্যাট্রফির জন্য জেনেটিক্সের চিকিৎসা সফলভাবে পেয়েছেন।”
শিশুটি মেরুদণ্ডের পেশী অ্যাট্রোফি (এসএমএ) নামক বিরল ও মারাত্মক জেনেটিক রোগে ভুগছিল। আর এই চিকিৎসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হিসেবে চিহ্নিত। শিশুটির চিকিৎসা চালাতে ৮ মিলিয়ন দিরহাম খরচ হবে যার পুরোটাই দেবেন শেখ মোহাম্মদ।