ভার্চুয়াল মেডিকেল পরীক্ষার নামে নারীদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে আল ফাহাদকে (১৯) নামের ওই ব্যক্তিকে ঢাকার নর্দ্দা এলাকা থেকে আটক করেছে র্যাব।
ফাহাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। তিনি দেশ ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভার্চুয়াল মেডিকেল পরীক্ষার নামে এমন শতাধিক নারীর ভিডিও ধারণ করেছেন বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নর্দ্দা এলাকায় অভিযান চালিয়ে ফাহাদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি ক্যামেরা, ২টি ক্যামেরার লেন্স ও ১টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও ৪০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাত এই প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে ফাহাদের বরাত দিয়ে জানানো হয়, তিনি বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আগ্রহীদের কাছ থেকে ৩৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি নিতেন। তিনি মোবাইলে বিশেষ অ্যাপের মাধ্যমে নারীকণ্ঠে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। পরে ভার্চুয়াল মেডিকেলের নামে বিভিন্ন চ্যাটিং অ্যাপের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হতেন। পরে ভিকটিমদের ওই ছবি, ভিডিও দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতেন।