ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন নিম্ন আদালতের সাধারণ আইনজীবীরা। আজ দুপুরে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নিয়মিত কোর্ট চালুর দাবি জানিয়ে ঢাকা মহানগর আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের সঙ্গে দেখা করতে যান বিক্ষোভকারী আইনজীবীরা। কিন্তু পুলিশি বাঁধার মুখে দেখা করতে না পেরে ফিরে আসেন তারা।
পরে উত্তেজিত আইনজীবীরা ভার্চুয়াল কোর্টের নানা অনিয়ম ও দূর্নীতি প্রতিবাদে স্লোগান দেন। সাধারণ আইনজীবীদের আর্থিক সমস্যা লাঘবে দ্রুত নিয়মিত কোর্ট চালু করতে সরকারে প্রতি আহবান জানান তারা। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সামনে গণস্বাক্ষর করেন আইনজীবীরা।
সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বারের অফিস সেক্রেটারি এডভোকেট এইচ এম মাসুম, ঢাকা বারের কার্যনির্বাহী সদস্য এডভোকেট জাদু ভূঁইয়া, ঢাকা বারের সাবেক অফিস সেক্রেটারী এডভোকেট আবু সেলিম চৌধুরী প্রমুখ।