মোঃ রাসেল ইসলাম: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৩ লাখ টাকা দামের ৬টি ঘোড়া বাংলাদেশ পুলিশের জন্য আমদানি করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) রাতে ভারতের পেট্টাপোল বন্দর দিয়ে একটি এসি অ্যাম্বুলেন্সে ঘোড়া ৬টি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস মাধ্যম
আমদানিককৃত ঘোড়া ছাড়কারক প্রতিষ্ঠান আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ছাড় করানোর পর তা ঢাকার মোহাম্মদপুরের বসিলায় পাঠিয়েছেন।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন আমদানিকৃত ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হয়েছে।
শার্শা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাতম্বর মোস্তফা কামাল বলেন, বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।