মহামারী করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে ইতালিতে। ভারত থেকে ইতালি প্রবেশ করা এক বাবা ও তার মেয়েকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া ভারত থেকে ইতালি ফেরত প্রবাসীদের খুঁজছে পুলিশ।
ইতালিতে ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়ার সংবাদ প্রকাশের পর রাজধানী রোমসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুজনকে ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
পুলিশ ইতালিতে ফেরা বহু ভারতীয়কে খুঁজছে। যদিও ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ইতালিতে বৈধ কোনো ভারতীয় নাগরিক কিংবা ভারতীয় বংশোদ্ভূত ইতালিয়দের দেশটিতে প্রবেশে বিধিনিষেধ নেই। সোমবার (২৬ এপ্রিল) থেকে ইতালির পানশালা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শুধু রেস্টুরেন্টের বাইরে বসে চেয়ার-টেবিলে খাওয়ার সুযোগ থাকছে ।
ইতালিতে দ্রুতগতিতে চলছে ভ্যাকসিন প্রয়োগের কাজ। ৬ কোটি নাগরিকের দেশটিতে ইতোমধ্যে প্রায় ২ কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। সাধারণ নাগরিকদের আস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রতি আস্থা কমে যাওয়ায় তারা ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের জন্য আবেদন করছেন।