আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, নামাবিয়াসহ মোট ৬টি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।
আজ শনিবার (১৯ জুন) কর্তৃপক্ষ আলাদা আলাদা বিজ্ঞপ্তি মাধ্যম এই তথ্য জানায়। ২১ জুন থেকে আফ্রিকার ৫টি দেশ ও ২৩ জুন থেকে আমিরাত সরকার অনুমোদিত দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেছেন ভারতের এমন যাত্রীদের বিভিন্ন শর্তে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
৪৮ ঘন্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ (অবশ্যই বারকোড সম্বলিত) নিয়ে আসতে হবে। এছাড়াও ফ্লাইটে উঠার ৪ ঘন্টা পূর্বে রক্ত পরিক্ষার মাধ্যমে করোনার টেস্ট করতে হবে। আমিরাতে প্রবেশ করে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। রেজাল্ট আসার আগ পর্যন্ত কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রেজাল্ট আসার পর নিজ নিজ বাসায় ফিরতে পারবেন।
তবে আমিরাতের নাগরিক ও কূটনীতিক মিশনের যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক হলেও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়।