গায়ের রং কালো হওয়ায় তিন মাসের মেয়েকে সহ্য করতে পারছিলেন না জন্মদাত্রী মা। প্রায়ই মারধর করতেন মেয়েকে। অনাদর, অবহেলায় রাখতেন। গত বুধবার সকালে বাড়িতে কেউ না থাকায় বালিশ চাপা দিয়ে খুন করে মেয়েকে। এ ঘটনা ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের গোসাবা থানার সাতজেলিয়ার মথুরাখন্ড গ্রামে। খবর জি ২৪ ঘণ্টা।
জানা যায়, মৎস্যজীবী জিতেনের সাথে ৮ বছর আগে বিয়ে হয় পূরবীর। এই দম্পতির বছর ছয়েক পর এক ফর্সা কন্যাসন্তান রয়েছে। প্রায় তিনমাস আগে দম্পতি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়। সেই কন্যা সন্তানের গায়ের রঙ কালো হয়। যা মোটে পছন্দ হয়না মায়ের। রাগে শিশুটির ঠিকমতো পরিচর্যা করতেন না তিনি। মাঝে মাঝে মারধরও করতেন। বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিন মাসের মেয়ে অমৃতা কে বালিশ চাপা দিয়ে খুন করেন পূরবী।
Drop your comments: