ভারতে মাত্রাতিরিক্ত তাপদাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, বিভিন্ন রাজ্যে গরমজনিত রোগে অসুস্থ হয়ে বর্তমানে হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভির।
দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৯ জুন) পর্যন্ত সর্বোচ্চ ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতে। গণমাধ্যমের দাবি, হিটস্ট্রোক-পানিশূন্যতার মতো সমস্যা নিয়ে উত্তর প্রদেশে প্রাণ হারিয়েছেন ১১৯ জন। প্রতিবেশী রাজ্য বিহারে সংখ্যাটি পৌঁছেছে ৫০ এর কাছাকাছি। এরইমধ্যে দেশের ১০ রাজ্যে বহাল রয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা।
এদিকে, গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে। জুনের শেষ নাগাদ বন্ধ থাকবে সব স্কুল-কলেজ। তবে রাজ্যগুলোয় বিদ্যুতের সংকটের কারণে হাসপাতালে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।