এখন থেকে বৈদেশিক বাণিজ্যে রুপি ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। আমদানি ও রফতানির ক্ষেত্রে রুপিতে এলসি খুলতে পারবেন দেশটির ব্যবসায়ীরা। এতে মুদ্রা বিনিময় ঝুঁকি কমবে। ডলারের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে। খবর দ্য হিন্দুর।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বলছে, এখন থেকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির খরচ পরিশোধ করা যাবে রুপির মাধ্যমে। যুদ্ধের মধ্যেই মস্কোর সাথে ভারতের বাণিজ্য বাড়ছে। পাশাপাশি শ্রীলঙ্কার সাথে বাণিজ্যে ব্যবহার করা যাবে ভারতীয় মুদ্রা। এতে ভারতে মার্কিন ডলারের চাহিদাও কমে আসবে বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা।
রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় ব্যাংকারদের সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বিশ্ব বাজারে রুপির শক্ত অবস্থান তৈরি করতে চায় ভারত। এ জন্য নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।
বিষয়টি নিয়ে ব্যাংক অব বারোদার প্রধান অর্থনীতিবিদ মদন সাবনাভিস বলেন, রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য ঘাটতি রয়েছে। এখন মস্কো যদি আরও তেল সরবরাহ করে আর বিনিময় হারে রুপি নিতে ইচ্ছুক হয়, তাহলে তাদের পণ্য কেনার ক্ষেত্রেও রুপি ব্যবহার করতে হবে।