তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের (জি এম কাদের)। আজ বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় সাংবাদিকদের মুখোমুখি হলে সফর প্রসঙ্গে প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘ভারত সরকারের গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গেই খোলামেলা কথা হয়েছে। তাদের অনুমতি ছাড়া এগুলো প্রকাশ করা যাবে না। তারা (ভারত) যদি প্রকাশ করে করুক।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সফরে বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তবে, ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান। নির্বাচনের আগে বা পরে কোনো ধরনের সহিংসতা কিংবা সাধারণ মানুষের জীবনধারায় অনিশ্চিত কিছু যেন না হয়। এটা হলে ওনারা খুশি হবেন।’
Drop your comments: