নিরাপদ সড়কের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত হতে যাচ্ছে ‘রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ’ টুর্নামেন্ট।
এতে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও।
আগামী ৫ মার্চ থেকে ভারতের রায়পুরে শহিদ বীর সিং স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে। সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে। সেই টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের সাবেকদের নিয়ে গড়া দলের নাম – বাংলাদেশ লিজেন্ডস।
দলে আছেন – খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ, মুশফিক বাবু, আফতাব আহমেদ, নাফীস ইকবাল ও আলমগীর কবির।
টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক তারকারা। কারণ উদ্বোধনী ম্যাচেই ‘ভারত লিজেন্ডস’ এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ড।
ভারত লিজেন্ডস দলে রয়েছেন- শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি। অর্থাৎ শুক্রবার শচীন, শেবাগ, যুবরাজদের বিপক্ষে লড়বেন সুজন-রফিকরা।
ভারতীয় গণমাধ্যমের খবর, টুর্নামেন্টের কমিশনার হলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শচীন টেন্ডুলকার।