যশোর জেলা প্রতিনিধি: ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে
ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ভাল কাজের প্রলোভনে দীর্ঘদিন আগে তাদেরকে ভারতে পাচার করা হয়।
রোববার বিকালে ভারতের পেট্রাপোল থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশ যৌথ ভাবে এদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়। পরে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে ।
ফেরত আসা যুবকেরা সাতক্ষীরা ও ময়মনসিং জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
পুলিশ ও এনজিও সংস্থ্যার কর্মীরা জানায়, ফেরত আসা যুবকেরা অভাবি পরিবারের। ভাল কাজের কথা বলে এদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে প্রতারনা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে একবছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।