চীন থেকে আসে ভারতে তৈরি হওয়া ওষুধের প্রায় ৭০ শতাংশ প্রয়োজনীয় কাঁচামাল। চীনা সংস্থাগুলো লাদাখের গালওয়ানে ভারত-চীন সেনার বিবাদের পর ওই কাঁচামালের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
১৫ জুনের পর বিগত ৫-৬ দিনে ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে চীনা সংস্থাগুলো জানিয়েছে, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের একাধিক ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলো। দুই রাজ্যে সব মিলিয়ে চারশোরও (৪০০) বেশি ফার্মাসিউটিক্যাল সংস্থা চীনের ১০ থেকে ১২টি কাঁচামাল সরবরাহকারী সংস্থার উপর নির্ভরশীল।
কাঁচামালের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রভাব সরাসরি পড়বে ওষুধের দামেরও উপরে। ফলে অদূর ভবিষ্যতে প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক সব ওষুধের দাম বাড়তে পারে ভারতে।
বিগত চার-পাঁচ দিনে চীন থেকে আমদানি হওয়া ওষুধের কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। ফলে সমস্যায় বড়তে হচ্ছে ভারতের ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলোকে জানান, ওষুধের কাঁচামাল সরবরাহকারী গুজরাতের সংস্থা ‘গৌরাঙ্গ ইন্টারন্যাশনাল’ এর কর্ণধার সুনীল কুমার।
সূত্র : জি নিউজ।