পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে তালেবান। সীমান্ত দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়ায় দেখা দিয়েছে জটিলতা। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও) এমন তথ্য জানিয়েছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দু’টি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দেয় গোষ্ঠীটি।
ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর দাবি করছে, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তালেবান গোষ্ঠী। দু’দেশের পণ্যবাহী কার্গো চলাচলে বাধার মুখে পড়ায় বিপুল অর্থের পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে ভারত।
এফআইইও-এর মহাপরিচালক ড. অজয় সহাই জানান, বর্তমানে পাকিস্তানের মধ্য দিয়ে সকল ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দেয় তালেবান। ফলে আমদানিও বন্ধ। এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমাণও অনেক।
দেশটিতে ভারতের প্রায় ৪০০টি প্রকল্প চলছে। তালেবান কাবুল দখল করে নেওয়ায় হুমকির মুখে পড়েছে প্রকল্পগুলো।