২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের গ্রুপ ‘ই’ -এর ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এ খেলা। এ পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ৩টি। যেখানে ভারতের পাশে সেই সংখ্যা ১৩টি।
সে অর্থে সব দিক দিয়েই ফেবারিট ভারতই। যদিও এর আগের ম্যাচে ফিফা র্যাংকিং ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে ড্র করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
সেটাকে পুঁজি করে কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে জয়ের আশায় মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ দলকেও খাটো করে দেখছেন না ভারত দলের কোচ।
ইতোমধ্যে ভারতবধে একাদশ সাজিয়েছেন কোচ জেমি ডে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে একটিমাত্র পরিবর্তন আনা হয়েছে। ওই ম্যাচে ৫৮ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়া সোহেল রানা এ ম্যাচে খেলবেন না।
তার বদলে সে ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখানো মানিক মোল্লাকে নেওয়া হয়েছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে এই একটি পরিবর্তনই।
একনজরে বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মানিক মোল্লা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।