ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে।
তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতসহ ১৪ জনকে নিয়ে উড়েছিল হেলিকপ্টার। ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ পুড়ে গেছে। বিপিন রাওয়াত ও তার স্ত্রী ওই হেলিকপ্টারে ছিলেন। বিপিন রাওয়াত ও তার স্ত্রী কেমন আছেন তা এখনো জানানো হয়নি। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের খোঁজ চলছে।
বিপিন রাওয়াত মি১৭ভিফাইভ হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। ডিফেন্স কলেজে তার বক্তৃতা দেয়ার কথা। আবহাওয়া ভালো ছিল। কী করে দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। বিপিন রাওয়াতই ছিলেন ভারতে র প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তার আগে তিনি সেনা প্রধান ছিলেন।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্রী রাজনাথ সিং দিল্লিতে বিপিন রাওয়াতের বাড়িতে গিয়েছিলেন। তারপর তিনি সংসদে গছেন। রাজনাথ প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার কথা জানিয়েছেন। আজ সংসদে তিনি এ বিষয়ে বিবৃতি দিতে পারেন।