সোমবার (২৬ এপ্রিল) দুবাই থেকে ৬ কন্টেইনার অক্সিজেন গিয়ে পৌছেছে ভারতে। সেখান থেকে সেই অক্সিজেন দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
এছাড়াও আমেরিকার পাশাপাশি ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিল অন্যান্য দেশ। আমেরিকার কাছে প্রথমে ভ্যাকসিন চেয়ে না পেলেও পরে ভারতকে ভ্যাকসিন পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।
কোভিশিল্ড তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন, তা দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করবে আমেরিকা। এই বিষয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। দু দেশের করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। এই বিষয়ে মোদী নিজে ট্যুইট করে জানান। ভারতকে সাহায্য করার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান মোদী। আমেরিকার সঙ্গে সঙ্গে ব্রিটেনও ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে সেখান থেকে ভারতে এসে পৌঁছল ১০০টি ভেন্টিলেটর এবং ৯৫টি অক্সিজেন কন্সেন্ট্রেটরস। অক্সিজেনের অভাবে অনেক রাজ্যে মারা গেছেন বহু করোনা রোগী। সেই অক্সিজেনের ঘাটতি পূরণ করতে সাহায্য করল ফ্রান্স। অক্সিজেন প্রস্তুতকারী ৮টি জেনারেটর, ৫ কন্টেনার ভর্তি তরল অক্সিজেন এবং ২৮টি ভেন্টিলেটর মেশিন পাঠিয়েছে তারা।