প্রায় সময়ই ভারতীয় ক্রিকেটের প্রশংসা শোনা যায় তার মুখে। কিছুদিন আগে করোনাভাইরাসের তহবিল গঠনে ভারত-পাকিস্তানের্ সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। ভারতীয় সমর্থকরা তাকে ভালোবাসেন, এই কথাও বলেছেন অনেকবার। কেননা পাকিস্তানি হলেও শোয়েব আখতার ভারতের সঙ্গে কোনও বিভেদ তৈরিতে বিশ্বাসী নন। যে কারণে প্রতিবেশী দুই দেশের সিরিজ আয়োজনের কথা বলেছেন অনেকবার। এবার তো ভারতে কোচিং করানোর ইচ্ছা কথাও শোনালেন সাবেক ‘গতিদানব’।
ভবিষ্যতে যদি ভারত থেকে পেস বোলিং কোচের কোনও প্রস্তাব আসে, তাহলে তাতে ‘না’ করবেন না শোয়েব। ইচ্ছাটা বেশি তার আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং কোচ হওয়ার। ২০০৮ সালে প্রতিযোগিতাটির অভিষেক আসরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সেই টান এখনও আছে তার মনে।
শুধু নিজের দেশের পেসারদের নিয়ে কাজ করতে হবে, এই তত্ত্বে বিশ্বাসী নন শোয়েব। তিনি তার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান বিশ্বের সব তরুণ পেসারদের মাঝে। আর সেই তালিকায় ভারত এলেও সমস্যার কিছু দেখেন না সাবেক এই পেসার। সামাজিক নেটওয়ার্কিং অ্যাপ ‘হ্যালো’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এমনটা।
ভারত থেকে যদি বোলিং কোচের প্রস্তাব আসে, তাহলে সেটি গ্রহণ করবে কিনা, এমন প্রশ্নে শোয়েবের স্পষ্ট জবাব, ‘অবশ্যই গ্রহণ করব। আমার কাজ হলো জ্ঞান ছড়িয়ে দেওয়া। আমি যে জ্ঞানটুকু অর্জন করেছি, সেটি ছড়িয়ে দিতে চাই। আমি ফাস্ট বোলারদের আরও আগ্রসী, আরও গতি ও কঠোরভাবে গড়ে তুলবো, যারা ব্যাটসম্যানদের ঘায়েল করবে এবং নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ঠ হবে।’
ভারতের কোন দলের কোচ হতে চান, সেটিও জানিয়েছেন শোয়েব, ‘কলকাতা নাইট রাইডার্সের কথা বলব।’ এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিন ম্যাচ খেলেছিলেন সাবেক ‘গতিদানব’। নিয়েছিলেন ৫ উইকেট, যেখানে এক ম্যাচেই এসেছিল ৪ উইকেট।