মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভারতীয় গাঁজা সহ আলমগীর হোসেন(৩৫) ও ইমাম হোসেন(৪২) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বুধবার(২৪ মার্চ) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর পোড়াবাড়ি এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজা সহ দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়। আটক আলমগীর ভবারবেড় গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে ও ইমাম নারায়নপুর গ্রামের আবুল হাশেমের ছেলে। উদ্ধার গাঁজার সিজার মুল্য ৩০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান উদ্ধার মাদক সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আসামী দ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Drop your comments: