তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে ২০(বিশ) বোতল ভারতীয় মদ হুইস্কিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি ইন্দ্রজিৎ চাষা (৪৩)।
গতকাল শনিবার (২১ মে) রাত দশটা ২৫ মিনিটের দিকে জুড়ী থানা পুলিশের একটি দল গোপন তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে ৭নং রহিমপুর ইউপি ফুলতলা গ্ৰামের নিজ বসত বাড়ির উঠান থেকে ২০ বোতল ভারতীয় চোরাই মদসহ আটক করে এবং মদের বোতল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রহিমপুরের ফুলতলা গ্ৰামের অধীর চাষার ছেলে ইন্দ্রজিৎ চাষা। এ বিষয়ে জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামি ১জনকে ভারতীয় ২০ বোতল মদসহ গ্রেফতার করা হয়। গ্ৰেফতারের পর পুলিশ থানায় নিয়ে আসে এবং আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ০৭, ২২,৫,২০২২ দায়ের পূর্বক আজ রবিবার (২২ মে) আসামিকে আদালতে প্রেরণ করা হয়।