ম্যাচের একদম শুরুতেই পেনাল্টিতে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই গোলই ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়। ফাইনালে যাওয়ার পথ আরও সুগম করলো বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ নারী দল।
শুক্রবার (১৭ ডিসেম্বর) মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এবারের আসরের অংশ নিচ্ছে পাঁচ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জয় তুলে নিয়েছ বাংলাদেশ।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অপরদিকে তিন ম্যাচে দুই জয় এবং এক হারে ভারতের পয়েন্ট ৬।
সর্বশেষ ম্যাচে ভূটানের বিপক্ষে ৬-০ গোলে জয় পায় বাংলাদেশ। শেষ ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজান গোলাম রব্বানী ছোটন। শুরু থেকেই ভারতের চোখে চোখ রেখে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে শুরু করে বাংলাদেশ। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে তাহুরা খাতুনকে ডি-বক্সে ফেলে দেন ভারতের ডিফেন্ডার ক্রিতিনা দেবী। এ ফাউলের সুযোগে স্পট কিক পায় বাংলাদেশ। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি শামসুন্নাহার সিনিয়র।
এরপর আরও কয়েকবার আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে সফল হয়নি। ম্যাচের ৩৬তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক নিয়েছিলেন আঁখি খাতুন। তবে শেষ মুহূর্তে গোলরক্ষক বলটি আটকান।
বাংলাদেশের আক্রমণের বিপরীতে আক্রমণ সাজিয়েছিলে ভারত। ৫৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন ভারতের আমিশা বাক্সলার। আমিশার নেওয়া জোরালো শট আটকে দেন গোলরক্ষক রুপনা চাকমা।
এর দুই মিনিট পর ঋতুপর্না চাকমার কর্নাড়ে আঁখি খাতুনের হেড ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। এরপর ভারতের সুমতি কুমারি আরও দুইটি সুযোগ নষ্ট করে ভারত। এর ফলে ভারতের আর হার এড়ানো সম্ভব হয়নি। রোববার (১৯ ডিসেম্বর) নিজেদের শেষ ম্যাচের শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।