সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের মন্ত্রণালয়ের চাঁদার ভাগ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য পাঠান বলে দাবি করছেন বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা।
মন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস মহিতুলের মাধ্যমে সব খাত থেকে ভাবি এ চাঁদা সংগ্রহ করেন বলেও মঙ্গলবার (১৬ মার্চ) নিজের ফেসবুক লাইভে এসব তথ্য জানিয়েছেন আলোচিত এ মেয়র।
কাদের মির্জা জোর দিয়ে বলেন, সেতু বিভাগের ঠিকাদারদের থেকে সংগ্রহকৃত চাঁদার টাকার একটি অংশ প্রশাসনের লোকজনের জন্য, একটি অংশ লন্ডনে তারেক রহমানের জন্য পাঠান এবং অবশিষ্ট টাকা মন্ত্রীর স্ত্রী রেখে দেন।
তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী আজ নিজাম হাজারী, একরাম চৌধুরীর সন্ত্রাসীদের দিয়ে আমাকে হত্যার পরিকল্পনা করছেন। ঢাকা থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করছে জাহাঙ্গীর নামে এক ছেলে। সে মন্ত্রণালয়ের বিআরটিএ লুটপাট করে খাচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন জাহাঙ্গীর এবং জুয়েল। মন্ত্রীর স্ত্রীর নির্দেশেই এরা সব করছে। এদের সঙ্গে ঢাকার ব্যবসায়ী নাজমুল হক নাজিম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ইস্কান্দার মির্জা শামীমও রয়েছেন।