![InShot_20220217_125606027](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220217_125606027-scaled.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুফুর মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা সদরের কিশামত পূনঃকর গ্রামের আজিজার রহমানের পুত্র রাজমিস্ত্রী এনামুল হক (৩২) এর সাথে একই গ্রামের মানিক মিয়ার পুত্র রাশেদুল ইসলাম (১৯) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে এনামুল রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসে এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)। এসময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার রাশেদুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জানান, অর্থ লেনদেন সম্পর্কিত বিষয় নিয়ে দুজনের কথা কাটাকাটি হলে রক্তাক্তের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দৌড়ে আসে এনামুলের ফুফু মিনা বেগম ভাতিজাকে রক্তাক্ত দেখে হার্ট এ্যাটাক করেন। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।