তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গত কয়েক দিনের টানা ভাড়ি প্রবল বৃষ্টিতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদীর পাড়ের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৪১টি ঘরে পানি প্রবেশ করেছে। রোববার (১৯ জুন) রাতে এসব ঘরে পানি প্রবেশ করে বলে জানান ভুক্তভোগীরা।পানি কোমরের উপরে উঠে যাওয়ায় শিশু, বৃদ্ধ, নারী সবাই পাশ্ববর্তী মনু নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। রাতেই সব ঘরের লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যান।
এদিকে বন্যা আক্রান্তদের জন্য এখনো কোন ত্রাণ সামগ্রীর ছোঁয়া লাগেনি। ইতিমধ্যে চাঁদনী ঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন , জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এলাকা পরিদর্শন করেছেন। তবে কোন সহযোগিতা কেউ করেনি বলে জানিয়েছেন, ভূক্তভোগীরা।
সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান সরেজমিন গিয়ে দুর্ভোগে পড়া লোকজনকে পাশ্ববর্তী মাদ্রাসায় স্থানান্তরিত করার ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে।
নদীর প্রতিরক্ষা বাঁধের ভেতর অংশে এধরণের একটি আশ্রয়ণ প্রকল্প করাও সঠিক সিদ্ধান্ত ছিলোনা বলে এলাকাবাসী জানান।
এদিকে মৌলভীবাজারের উপর দিয়ে বয়ে চলা মনু নদীর পানি বেলা দেড়টায় বিপদসীমা অতিক্রম করেছে। তবে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফলে লোকজনের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গতরাতে ধলাই নদীর বাঁধ ভেঙে পানি হানা শুরু রাত থেকে।গ্ৰামবাসী নিদ্রাহীন রাত কাটিয়েছেন বাঁধ ভাঙার খবর জানতে পেরে।