বড় বড় স্লোগান দিলেও ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহায্য করতে আওয়ামী লীগের কোনো নেতা এগিয়ে আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের লাশ ২৪ ঘণ্টা পড়ে থাকলেও তা তুলতে এগিয়ে আসেননি কেউ।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মরে গেলে যে মানুষের পাশে কেউ থাকে না তার প্রমাণ ১৫ আগস্ট। হত্যাকারীরা শুধু হত্যা নয়, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিচার চাওয়ারও অধিকারও কেড়ে নেয়। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, তারাই আবার মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেয় বলেও হতাশা প্রকাশ করেন শেখ হাসিনা।
বিশ্বে জুড়ে এই অস্থিরতার সময় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।