বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নবলোকের মাঠ দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)এর অর্থায়নে ও নবলোক পরিষদ এর বাস্তবায়নে সোমবার (০৭ মার্চ) দুপুর ১২ টায় সুন্দরবন ইউনিয়ন পরিষদ শাখার গোলবুনিয়া গ্রামের রেশমা বেগমের বাড়ি পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্প বসতবাড়িতে মাঁচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন প্রযুক্তি সম্পর্কিত মাঠ দিবস পালিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কৃষিবিদ মোঃআবুল কালাম আজাদ, বিশেষ অতিথি শাখা ব্যবস্থাপক মোঃ বোরহান সরদার ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ এমরান বিশ্বাস। এছাড়াও এ্যাসিস্টান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) মোঃ আব্দুর রহমান,সহকারী টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ রাশেদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য প্রযুক্তি সম্পর্কে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রতিশ্রুতি দেন। নবলোক মোংলা ও মোড়েলগঞ্জে ২টি উপজেলায় মোট ৬টি ইউনিয়ন নিয়ে কাজ করে। বসতবাড়িতে মাঁচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন, ত্রিস্তরে সবজি চাষ, মিশ্র মাছ চাষ, ভেটকি চাষ, লেয়ার পালন, ছাগল পালন, পোনা উদ্যোক্তা তৈরি, মোবাইল সার্ভিসিং ট্রেনিং, সেলাই মেশিন ট্রেনিং ও প্রাণী সম্পদ ট্রেনিংসহ উন্নয়ন মূলক কাজ করে আসছে। অনুষ্ঠানে নবলোকের কার্যক্রম বিষয়ে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রম চলমান রাখার বিষয়ে তিনি পরামর্শ দেন। মাঠ দিবসে নবলোক পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।