ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নিসার সম্ভাব্য হত্যাকারীর নাম প্রকাশ করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আলবেনিয়ান বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কচি সেলামাজ-ই সাবিনার সন্দেহভাজন খুনি।
হত্যাকাণ্ডের স্থান থেকে ৫০ মাইল দূরে ইস্টবোর্ন এলাকার একটি বাড়ি থেকে রবিবার ভোর রাতে সেলামাজকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত নিসান মাইক্রো গাড়িটিও উদ্ধার করেছে গোয়েন্দারা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কচি সেলামাজ পিজা হাটের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। সেলামাজের বিরুদ্ধে সাবিনা হত্যার অভিযোগ গঠন করে চার্জ শিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। মঙ্গলবার অভিযুক্ত হত্যাকারীকে উইলজডোন মেজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকালে সাউথ ইস্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায়। তিনি লুইশাম রাশিগ্রীন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।