ব্রিকসের নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্তির বিষয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ সময় বুধবার (২৩ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক ভিডিও বার্তায় জানান বাংলাদেশ যাতে ব্রিকসের সদস্য পদ লাভ করতে পারে চীন সে বিষয়ে সহযোগিতা করবে বলে দেশটির প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন।
এদিকে, আজ ব্রিকস আউটরিচে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি সভাতেও যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চারদিনের সফর শেষে ২৭ আগষ্ট দেশে ফিরবেন শেখ হাসিনা।