ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিল্লাল খন্দকার (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমাল (৩০)। এ ঘটনায় তমালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৩০ মে) রাতে উপজেলার সদরে তিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলা সদরের ইউসুফ মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে একটার দিকে বিল্লাল খন্দকারকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
Drop your comments: