ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মসজিদের সামনে টিকটক করাকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুমার নামাজের নবীনগর ইব্রাহীমপুর মডেল মসজিদের সামনে টিকটক ভিডিও বানাচ্ছিল সরকারবাড়ির একদল কিশোর। তাতে বাধা দেয় সরকারবাড়ির আরেকটি পক্ষ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
দুই পক্ষের মাঝে হাতাহাতির সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Drop your comments: