![InShot_20221023_134540495](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/10/InShot_20221023_134540495-scaled.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলে মনির হোসেনের (৩১) ছুরিকাঘাতে প্রবাসী বাবা মগল মিয়া (৫৫) খুন হয়েছেন।
রোববার ভোর ৫টায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই ঘাতক মনির ও তার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যবিত্ত পরিবারের সন্তান নবী হোসেনের ছেলে মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। এক মাস আগে দেশে এসেছেন তিনি। মগল মিয়ার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মনির সবার বড়।
তিন সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগ। রোববার সকালে তার ছেলের সঙ্গে টাকা নিয়ে বাকবিতণ্ডায় তিনি খুন হন।
এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Drop your comments: