ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে একটি পুকুরে বিষপ্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মাছচাষী আল কামাল আজাদ বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় মামলা দিয়েছেন। আসামীরা হচ্ছে কেন্দুবাড়ি গ্রামের মোখলেছুর রহমান(৩২) ও খোকন মিয়া(২৮)। মামলার এজাহারে বলা হয়,কেন্দুবাড়ি জাহাঙ্গীর গার্ডেনের ভেতর হাজী মো: জাহাঙ্গীরের মালিকানাধীন একটি পুকুর ৩ বছরের জন্যে ইজারা নিয়ে ১৫ মাস আগে মাছ চাষ শুরু করেন কামাল। আসামী ২ জনের বিরুদ্ধে এরআগে ৫ই মে পুকুরের কেয়ারটেকারকে মারধোর ও চুরির অভিযোগে থানায় মামলা দেয়া হয়। মামলাটি উঠিয়ে নিতে মাছচাষী আল কামাল আজাদকে হত্যার হুমকী দেয় আসামীরা। এরপর ২০শে মে রাত ৩টার দিকে পুকুরের পশ্চিম-উত্তর কোনার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আসামী ২ জন পুকুরে বিষ প্রয়োগ করে। যা পুকুরের কেয়ারটেকার সাধন মিয়া দেখতে পান।
বিষ প্রয়োগের পরই মাছ মরে ভেসে উঠতে শুরু করে।