লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপড়তলা গ্রামে টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চাপড়তলা ইউনিয়নের চাপড়তলা গ্রামের আবুল বাশারের টিউবওয়েলের পানি ড্রেন দিয়ে একটি পরিত্যক্ত পুকুরে প্রবাহিত হতো। এ নিয়ে প্রায়ই একই এলাকার মোহাম্মদ আলীর সঙ্গে আবুল বাশারের বাকবিতণ্ডা হতো। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যার পর মোহাম্মদ আলী টিউবওয়েলের পানির প্রবাহ বন্ধ করতে বলেন আবুল বাশারকে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আবুল বাশার। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের নারী-শিশুসহ ২০ জন আহত হন।
আহতারা হলেন-আবুল বাশার, হাফিজুর রহমান, ফয়েজ উদ্দিন, সাজু মিয়া, শওকত আলী, জাহেদা বেগম, হেলেনা বেগম, শিরিন আক্তার, মার্জিয়া আক্তার, নুমান মিয়া, বাইজিদ মিয়া, লুৎফুর রহমান, মাহবুবুর রহমান, আমানউল্লাহ। তাদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংর্ঘষে হামলার শিকার গাজিউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আমরা এলাকার লোকজন চরম আতঙ্কে আছি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো, কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে সংর্ঘষের পর এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াহবে।