![InShot_20230121_155734929](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/01/InShot_20230121_155734929.jpg)
ফুটবলের দেশ ব্রাজিলের একটি ক্লাবে ডাক পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার নাজমুল হোসেন আকন্দ। দেশটির সালতোয় তৃতীয় বিভাগের খেলা একটি ক্লাবে ট্রায়াল দেবেন তিনি।
সেখানে ট্রায়ালের পারফরমেন্সে সন্তুষ্ট হলে নাজমুলের সাথে এক মৌসুমের জন্য চুক্তি করবে ক্লাবটি। ব্রাজিলের ক্লাবে ডাক পেয়ে নাজমুল ভিসার ব্যবস্থা করতে পারলেও বিমানের টিকিটের টাকা জোগাড় করতে পারছেন না। পেশায় অটোরিকশাচালকের ছেলে নাজমুল তাই আপাতত তার ক্লাব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে চেয়ে আছেন।
এর আগেও একবার ব্রাজিলে গিয়েছিলেন নাজমুল আকন্দ। ২০১৯ সালে ব্রাজিল সরকারের সহযোগিতায় এক মাসের উন্নত প্রশিক্ষণের জন্য নাজমুল আকন্দসহ আরও তিন কিশোর ফুটবলারকে গামা শহরে পাঠিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্রাজিলে খেলে নিজের স্বপ্ন পূরণ করতে চায় নাজমুল।