কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কিছু ব্যাংকের ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচালকের বেতন প্রধানমন্ত্রীর বেতনের থেকেও বেশি। ভালো বেতনের পরও ব্যাংক থেকে জনগণ কাঙ্খিত সেবা পায় না।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে প্রাণী বীমা বিষয়ক সেমিনারে সমসাময়িক অর্থনীতির বিষয়ে কথা বলেন কৃষিমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ বীমা করতে আগ্রহী না হওয়ার কারণ বীমা কোম্পানীগুলোকেই খুঁজে বের করতে হবে।
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও প্রকৃত অর্থে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয় বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তবে সরকারের উদ্যোগের কারণে কৃষি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান। বলেন, বর্তমানে ডিমের দাম বেশি থাকলেও এই দাম দ্রুতই কমে যাবে।
Drop your comments: