আজিজুর রহমান দুলালঃ দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচন। মেয়র পদে মাঠে রয়েছেন তিনজন প্রার্থী।গুরুত্বপূর্ণ এই আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বী হবে নৌকা ও ধানের শীষে। তবে বেশ শক্ত অবস্থানে আওয়ামী লীগের নৌকার মাঝি সেলিম রেজা লিপন মিয়া।
করোনা আর কনকনে শীত উপেক্ষা করে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের বাড়িতে বাড়িতে ছুঁটেছেন ভোটের জন্য।নির্বাচন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠছে।নৌকার মাঝি সেলিম রেজা লিপন মিয়ার পক্ষে প্রচার প্রচারনায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি লিয়াকত সিকদার ও ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাইলেন।
এ নির্বাচনে পিছিয়ে নেই পাশের উপজেলার নেতা কর্মীরাও। গত ১২ জানুয়ারী মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের নেতৃত্বে আলফাডাঙ্গার পৌরসভার নেতা কর্মীদের সাথে নিয়ে বোয়ালমারী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী লিপনের পক্ষে গণসংযোগ করেন। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমূখ।