
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার জর্জএকাডেমী স্কুলের স্টেডিয়াম মাঠে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মো. রাকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার আয়শা খানম প্রমুখ। প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল হেলাল মহিলা মাদ্রাসার সুপার এমএ কুদ্দুস, শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমির সিনিয়র শিক্ষক কাজী আমিনুল ইসলাম (কাজী আমিন) এবং হরিহরনগর মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন সকল প্রতিষ্ঠান প্রধানগণ এবং ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষকবৃন্দ।