ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দিনে দুপুরে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (১৫.০৯.২১) দুপুরে পৌর শহর এলাকায় পোস্ট অফিস সংলগ্ন তিন তলা ফ্লাটের নিচতলার রুমে এ চুরির ঘটনা ঘটে। ওই ফ্লাটের মালিক সাচ্চু মিনা। তার বাড়িতে তিন তলা ফ্লাটের নিচ তলার একটি ইউনিটে পরিবার নিয়ে ভাড়া থাকেন উপজেলার রুপাপাত ইউনিয়নের মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজলী রাণী সাহা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অশোক কুমার সাহা দম্পতি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটায় বিজলী রাণী সাহা তার স্কুলে যায়। ওই শিক্ষকের ছেলে অরুপ কুমার সাহা তার স্ত্রীকে নিয়ে বেলা ১১ টায় আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দরজায় তালা লাগিয়ে যান। তার আগে সকাল নয়টায় তার বাবা তাদের ওষুধের ফার্মেসীতে যায়।
দুপুর তিনটায় শিক্ষক বিজলী রাণী স্কুল থেকে বাসায় আসলে প্রধান গেটের তালা ভাঙা দেখতে পেয়ে চমকে উঠে। তড়িঘড়ি করে বাসার ভেতর ঢুকে দেখেন স্টিলের আলমারি ভেঙে ১২ ভরি ওজনের স্বর্ণ ও ৫০ হাজার নগদ টাকা লুটকরে চোর পালিয়ে গেছে।
বোয়ালমারীত অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, চুরির ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেয়া হয়। এবং বিষয়টা খতিয়ে দেখা হবে।