আজিজুর রহমান দুলালঃ : ফরিদপুরের বোয়ালমারীতে বাস মোটরসাইকেল সরাসরি দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহত দু জন মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার চর নওপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র হুসাইন মিয়া (২২) ও একই উপজেলার ধলাইচ চর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
মঙ্গলবার (২জুলাই) সন্ধ্যা ৬.১০ মিনিটে উপজেলার বাইখীর গ্রামের মিল গেট আসাদ শেখের বাড়ির সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গামী মালঞ্চ নামের লোকাল বাস ও সহস্রাইল গামী পালসার ১৫০ সি সি মোটরসাইকেল সরাসরি সংঘর্ষে ঘটনা স্থলে মোটরসাইকেলে আরোহী ২ জন নিহত হয়। মোটরসাইকেল দুজন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসার কারণে এ দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। নিহত দু’জনের পরিবারের লোকজন আসার পরে সিদ্ধান্ত নেয়া হবে। আইনী প্রক্রিয়াধীন রয়েছে।