ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বোমা আতঙ্ক দেখা দেওয়া ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ ইউনিট ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
তবে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটটিতে কতজন যাত্রী রয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
Drop your comments: