রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দিরের পাশে বৈশাখী টেলিভিশনের নিউজ এডিটর প্রবীর বড়ুয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। লোপাট হয়েছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল।
ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মী প্রবীর বড়ুয়া জানান, সোমবার (২১ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজে বাইরে যান। এ সুযোগে চোর চক্রের সদস্যরা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এক রুমে থাকা আলমারি ভাঙচুর করে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে তারা।
এরপর রাত ৯টার দিকে ফ্ল্যাটের বাসিন্দারা বাসায় ফিরে চুরি হওয়ার বিষয়টি টের পান। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Drop your comments: