বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে ধরলা নদীতে নৌকাডুবির ঘটনায় কনের বাবাসহ নিখোঁজ চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের এবং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মরদেহগুলো হলো, কনের বাবা নূর ইসলাম (৫০), আমেনা বেগম, নূর ইসলাম (৫২) ও কামরুজ্জামানের। এরা সবাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বাসিন্দা।
এরআগে বুধবার (২৭ মে) বিকালে বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বকসীগঞ্জ বাজার থেকে পূর্বদিকে সাতভিটা নামক স্থানে ধরলা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই সময় চার জন নিখোঁজ হন।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, মৃতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।