বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে থেকে আবেদন শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার ৮০৭ জন এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৩৫৬ জন শিক্ষক নেওয়া হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীদের কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
Drop your comments: