মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় পরিত্যাক্ত বোমা বিস্ফোরণে আমিরুল নামে এক স্যানেটারী মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহত আমিরুলকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আমিরুল বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের রহিমের বাড়িতে স্যানেটারী কাজ করার সময় তার হাতে থাকা শাবলের আঘাতে বোমাটি বিস্ফোরিত হয়। এসময় বোমা বিস্ফোরনে তার মুখ ও বুক ঝলসে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাভারন ও পরে খুলনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল রানা বলেন, বোমা বিস্ফোরণে আহত আমিরুলকে ঘটনাস্থলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।