যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৮মে) দুপুরে ৭ নং ঘিবা সীমান্ত এলাকা থেকে গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ৭নং ঘিবা গ্রামস্থ পুকুর পাড়ে ময়লার গর্তে লুকায়িত অবস্থায় ০৫ টি বস্তা উদ্ধার করে। উক্ত বস্তা মধ্য হতে ৩৬ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। ধারনা করা হয়, চোরাকারবারীরা মাদক পাচারে ব্যর্থ হয়ে উক্ত মাদকদ্রব্য ময়লার গর্তে লুকিয়ে রেখেছে।
আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক।
Drop your comments: