মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ১১জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল ছোটআঁচড়া গ্রামের নান্টু গাজী, মোঃ আবু বক্কর ব্যাপারী, মোছাঃ হালিমা খাতুন, মোঃ সাব্বির হোসেন, মোঃ জাহিদ হাসান, শ্রী নেপাল মন্ডল, মোঃ ইবনে সাইদ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ রহমত আলী সরদার, মোঃ রাজু সরদার।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক সহ বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১১ জন আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Drop your comments: